ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ

53

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে, নবগঠিত বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ নিরঞ্জন-হামদান পরিষদের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এছাড়া সকাল সাড়ে ৯টায় আইডিইবি রাঙ্গামাটি জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নিরঞ্জন নাথের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল-হামদান, সহ সভাপতি মাহফুজুর রহমান (গেল্লা), সহ-সভাপতি প্রবীর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুরজিৎ শর্মা, অর্থ সম্পাদক সুমন চাকমা, সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ নোমান, সমাজকল্যাণ সম্পাদক এটিএম মঞ্জুরুল হক, আইডিইবি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন এবং নির্বাহী সদস্য প্রকৌশলী বৃন্দ।
উক্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।