বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

29

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষিকা সালমা আক্তার বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার জন্য অত্র স্কুলের শিক্ষকগন আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এতে করে সন্তানরা সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে উঠবে। ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকারের পাশাপাশি শিক্ষকরাও ভুমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা রাশিদা আক্তার, অনিতা দাশ,শাহানা আক্তার, নাসরীন আক্তার, সালেহা বেগম, জান্নাতুল ফেরদাউস, ঝুমা আক্তার ও জান্নাতুল ফেরদাউস। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।