মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের সামর্থ্যবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত-আনোয়ার আল হক

201

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামটিঃ-রাঙ্গামাটির দশ উপজেলায় বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর উদ্যোগে এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি শহরের কাঠালতলী এলাকায় ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর প্রধান কার্যলয়ে ১০ উপজেলার ওয়েল ফেয়ার ফ্যামিলি প্রতিনিধিদের মাধ্যমে এই শীতবস্ত্র দেওয়া হয়।
ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ প্রধান কার্যলয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক।
প্রধান অতিথির বক্তব্যে ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক বলেন, আমরা প্রতিটি মানুষ যদি একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়াই তাহলে অসহায় হতদরিদ্র মানুষরা শীতে কষ্ট ভোগ করবে না। আর সরকারের পাশাশপাশি সমাজের সামর্থ্যবানসহ সবাই যদি একটু এগিয়ে আসে তা হলে এই সমস্যা সমাধান খুব সহজেই করা যায়। তাই মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের দূর্ভোগ কমিয়ে আনার সাহায্য করি। আর আগামীতেও ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মনসুর আহম্মেদ, সাংবাদিক মোঃ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আবদুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।