নানিয়ারচর জোন কর্তৃক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

44

নানিয়ারচর সংবাদদাতাঃ-রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে নানিয়ারচর জোনের আয়োজনে উপজেলার আলোকিত তৈন্যা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
সেনাবাহিনী জানায়, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপজেলার দরিদ্র ৬০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। পাশাপাশি উপজেলার চিকিৎসা প্রত্যাশী গরীব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এসময় নানিয়ারচর জোনের জোন কমান্ডার লে. কর্নেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসিসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।