লংগদুতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩৫ দোকান

58

লংগদু প্রতিনিধিঃ-রাঙ্গামাটির লংগদু উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩৫টি দোকান। শনিবার (২১ জানুয়ারি) আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাইট্টাপাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে তসলিম মিয়ার ওয়ার্কশপ দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
বাইট্টাপাড়া বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোহরাব হোসেন জানান, আগুন লাগার সময় তসলিম মিয়ার ওয়ার্কশপ দোকানটি বন্ধ ছিল। দোকানের ভিতর হঠাৎ শব্দ হওয়াতে আমরা ভিতরে আগুন জ্বলতে অবস্থায় দেখি। কিছু বুঝে উঠার আগেই মূহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। বাজারের গুডাউন, ফার্নিচার দোকান এবং অন্যান্য দোকানসহ ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা হতে পারে।
পরে ঘটনাস্থলে স্থানীয়রা, সেনাবাহিনী, লংগদু থানা পুলিশ ও বাইট্যাপাড়া আনসার ব্যাটালিয়নের সদস্যদের সার্বিক সহায়তায় প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে দীঘিনালা উপজেলা হতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
খাগড়াছড়ি দীঘিনাল উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা সব্যসাচী বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা যাওয়ার কিছুক্ষণ পর খাগড়াছড়ি থেকে আরেকটি ইউনিট কাজে যোগ দেয়।’
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, পার্শ্ববর্তী জেলার দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর আগে স্থানীয় লোকজন, পুলিশ ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে।