বিলাইছড়ির সম্প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল অনুষ্ঠিত

65

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-রাঙ্গামাটির বিলাইছড়ি সেনা জোনের ৭ জানুয়ারী আয়োজিত সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারী) তিন ইউনিয়নের ২টি করে অংশগ্রহন করা ৬টি টিমের মধ্যে বিলাইছড়ি টিম-১ ও ফারুয়া-২ টিম দু’টি ফাইনালে মূখোমূখি হলে বিলাইছড়ি-৫ ও ফারুয়া-০ গোলে হেরে গেছে।
বিলাইছড়ি সেনা জোনের পক্ষ থেকে বিজয়ীদের ট্রপি ও মেডেল প্রদানসহ নগদ ৩০ হাজার টাকা প্রদান করা হয় এবং রানার্স আপ (রানারআপ) টিমের মাঝে ট্রফি মেডেলসহ নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
নগদ টাকা ও পুরস্কার প্রদান করেন, ৩২ বীরের বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব পিপিএম, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা ভাইস নারী চেয়ারম্যান উৎপলা চাকমা, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরন মার্মা (রাসেল) ও ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
এছাড়া উপজেলার সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।