দীঘিনালায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

68

দীঘিনালা প্রতিনিধিঃ-বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রলীগের একাংশের আয়োজনে উদযাপিত ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ মাঠে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মিজ সীমা দেওয়ান।
এতে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু চক্রবর্তীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নন্দু কুমার দে, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি দীপংঙ্কর নারায়ণ ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগ নেতা অপু চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর সভাপতি মোহাম্মদ এরশাদ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার আত্মার মাগফেরাত কামনায় ও সংগঠনটির কাজের সাফল্য কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি মিজ সীমা দেওয়ান।