নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে রাঙ্গামাটিতে গণমিছিল করেছে বিএনপি। রাঙ্গামাটি জেলা বিএনপির উদ্যোগে বেলা তিনটায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়। কর্তত্ববাদী সরকারের পদত্যাগ, খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ দলীয় নেতৃবৃন্দের মুক্তিসহ ১০দফা দাবিতে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু।
মিছিলের আগে পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক এড. দীপেন দেওয়ান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, জাসাস রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সাব্বির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার যেভাবে জোর করে ক্ষমতায় বসে আছে তারা আগামীতেও জোর করে ক্ষমতা দখল করে রাখার পাঁয়তারা করছে। এই সরকারকে আর সেই সুযোগ দেয়া হবেনা। দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে হুশিয়ারি দেন বক্তারা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌরসভা চত্বর থেকে গণ মিছিলটি বের হয়ে বনরূপা অতিক্রমকালে পুলিশি বাধায় সেখানেই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ সমাপ্ত ঘোষনা করে।