নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-সুষ্ঠু পরিকল্পনা নিয়ে যদি পাহাড়ে তুলা চাষ করা যায় তাহলে তুলা পার্বত্যাঞ্চলে নতুন অর্থনৈতিক খাত হিসেবে পরিগণিত হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। তিনি বলেন, নিজেদের মনগড়া মতামতসংবলিত কোনো পরিকল্পনা বাস্তবায়ন করলে তা বেশি দিন টেকে না। পাহাড়ি এলাকার ঢালু জমিতে বিদ্যমান সনাতনি জুম পদ্ধতিতে ধান চাষের সঙ্গে সাথি ফসল হিসেবে তুলা ও ভুট্টা চাষ করে বাড়তি খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা সম্ভব।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তুলা গবেষণা, তুলা চাষ সম্প্রসারণ ও বাজারজাতকরণের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তুলা উন্নয়ন বোর্ড ঢাকা সদর দপ্তরের নির্বাহী পরিচালক কৃষিবিদ মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সদস্য ও তুলা উন্নয়ন বোর্ডের আহবায়ক অংসুই ছাইন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. আলতাফ হোসেন, অতিরিক্ত পরিচালক মোঃ নাসিম হায়দার প্রমূখ।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী আরো বলেন, তুলা সকল কাজে জন্য জরুরি। দিন শেষে ঘুমাতে গেলে তুলার বালিশে মাথা রাখতে হয়। চিকিৎসা এবং আরাম-আয়েশের কাজে তুলা ব্যবহৃত হয়। তাই আমাদের নিত্য জীবনে তুলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, পাহাড় তুলা চাষের জন্য উপযোগী। তুল চাষ করতে তেমন পরিশ্রম করতে হয় না। অর্থাৎ শ্রম কম লাগে। আবার আর্থিক ভাবে লাভবান হওয়া যায়।
সভায় বক্তারা বলেন, পাহাড়ী এলাকায় কৃষিতে সার্বিক উন্নয়ন ঘটাতে হলে পাহাড় এবং পাহাড়ি অঞ্চলের মানুষকে আগে জানতে। স্থানীয় মানুষের আদি জ্ঞানকে সম্পৃক্ত করে লাগসহ পরিকল্পনাই হচ্ছে গবেষণার পূর্বশর্ত। তাই পার্বত্য চট্টগ্রামে তুলা চাষ নিয়ে গবেষণা ও সম্প্রসারণের পাশাপাশি পাহাড়ের পরিত্যক্ত জমি যাতে চাষাবাদের আওতায় আনা যায় সেজন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
সভায় মাঠ পর্যায়ের কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় তুলা চাষের সাথে সম্পৃক্ত ১০ উপজেলা থেকে মাঠ পর্যায়ের কৃষকসহ কুষ্টিয়া থেকে আগত প্রাইভেট জিনার অংশ গ্রহন করেন।