নানিয়ারচরে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ মূল এর সহকারী পরিচালক গিরি চাকমা নিহত, দাবী ইউপিডিএফের

144

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফ (সংস্কার) দলের গুলিতে ইউপিডিএফ মূল দলের এক ব্যক্তি নিহতের দাবী করেছে ইউপিডিএফের (মূল) দল। বুধবার সকালে নানিয়ারচর সাবেক্ষন ইউনিয়নের রাঙিপাড়া এলাকায় সূর্য মনি মুর্তি নামক স্থানে এই ঘটনা ঘটেছে বলে বিবৃতি দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তিদেব চাকমা।
নিহত ব্যক্তির নাম সুবাহু চাকমা ওরফে গিরি (৫৫), পিতা-বিরাজ মোহন চাকমা, গ্রাম-এগারাল্যা ছড়া, নানিয়ারচর। তবে পুলিশ জানায়, তাৎক্ষনিক ঘটনার খবর শুনেছি, কিন্তু কোন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল ৯টার সময় ইউপিডিএফ মূল দলের সদস্য সুবাহু চাকমা ওরফে গিরি সাংগঠনিক কাজে নানিয়ারচর উপজেলাধীন ১নং সাবেক্ষং ইউনিয়নের দূর্গম রাঙ্গীপাড়ার সূর্য মণি মুর্তি নামক স্থানে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস (সংস্কার) দলের ৬-৭ জনের একটি দল তাঁর ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় জেএসএস (সংস্কার) সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে সুবাহু চাকমা (গিরি) নিহত হন। নিহত ব্যক্তি ইউপিডিএফের মূল দলের সহকারী পরিচালক ও চাঁদা সংগ্রহকারী বলে জানা গেছে। গিরি চাকমার কোমনে গুলি লেগেছে বলেও এলাকাবাসীর সুত্রে জানা গেছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে মারা গেছে কিনা এখনো নিশ্চিত না। আমরা শুনেছি সে আহত অবস্থায় আছে। তবে ঘটনার পর পরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম ঘটনা স্থলে গিয়ে কোন লাশ না পেয়ে ফিরে এসেছে।
তবে অন্য একটি সুত্রে জানা গেছে, ঘটনার পর পরই ইউপিডিএফের কর্মীরা লাশটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এ কারণে আইন-শৃঙ্খলা বাহিনী গিয়ে লাশ খুঁজে পায়নি।
এদিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তিদেব চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বুধবার সকালে নানিয়ারচরে ইউপিডিএফ (মূল) দলের সংগঠককে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে শান্তিদেব চাকমা উক্ত হত্যার ঘটনার জন্য নব্যমুখোশ ও সংস্কারবাদী সন্ত্রাসীদের দায়ি করে ঘটনার বিবরণ দিয়ে বলেন, বুধবার সকাল ৮টার সময় ইউপিডিএফ সদস্য সুবাহু চাকমা সাংগঠনিক কাজে রাঙিপাড়ার সূর্য মণি মুর্তি নামক স্থানে গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা নব্যমুখোশ-সংস্কারবাদী সন্ত্রাসীদের ৬-৭ জনের একটি দল তাঁর ওপর সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে সুবাহু চাকমা ওরফে গিরি (৫৫) নিহত হন।
বিবৃতিতে তিনি অবিলম্বে সুবাহু চাকমা (গিরি) হত্যাকারীদের গ্রেফতার ও শান্তি নিশ্চিত করা এবং খুনি-সন্ত্রাসীদের এই ধরনের হত্যাকান্ড বন্ধ করার দাবি জানান।