পার্বত্য চুক্তি সংশোধনের দাবী জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

83

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙ্গামাটিঃ-পার্বত্য চুক্তির বৈষম্যমূলক ধারাগুলো বাতিল করে চুক্তি সংশোধনের দাবী জানিয়েছে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শনিবার (২৬ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রামে মহিলা পরিষদ রাঙ্গামাটি সদর উপজেলা, পৌরসভা ও বরকল উপজেলার আয়োজনে রাঙ্গামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত মহিলা পরিষদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
এতে বক্তারা আরো বলেন, পার্বত্য চুক্তিসহ কিছু বৈষম্যমূলক আইন পাহাড়ের বসবাসরত বাঙ্গালী ও পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বৈষম্য তৈরী করেছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হলে এসব আইন সংশোধন করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।
মহিলা পরিষদের রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে, নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমা আক্তার মৌ, সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি হাবিব আজম, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।