নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীরা বাল্য বিয়ে ঠেকালো ইউএনও

125

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়িঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দশম শ্রেণীর এক মাদ্রাসার শিক্ষার্থীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই শিক্ষার্থীর মামা ওসমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার আশারতলী ঐ শিক্ষার্থী নানার বাড়িতে ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেল চশমা।
সুমাইয়া বিনতে দিলওয়ারা রামু আল গিফারী আদর্শ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ও নাইক্ষ্যংছড়ি আশারতলী গ্রামের ৮নং ওয়ার্ড মৃত্যু ফরিদুল আলমের মেয়ে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেল শর্ম্মা বলেন গোপন সংবাদের ভিত্তিতে দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়ার নানার বাড়িতে অভিযান পরিচালনা করে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের মামাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অঙ্গীকারনামা নিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। আগামীতে এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।
এসময় থানা পুলিশের একটি টিম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।