রাঙ্গামাটি জেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী

90

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-জাতীয় শোক দিবস, শেখ রাসেলের জন্মদিন ও বাংলা নববর্ষ উপলক্ষে পৃথকভাবে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিশ্ববরেণ্য নেতা। তাঁর নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। বক্তারা বলেন, পাহাড়ের প্রতি বঙ্গবন্ধুর ছিল পর্বতসম ভালোবাসা। তাঁর শাসনামলে মাত্র ২৯মাসে তিনি তিনবার পার্বত্য জেলা রাঙ্গামাটি সফর করেছিলেন। বঙ্গবন্ধুর দুরদর্শি নেতৃত্বের ফলে দেশের প্রথম উপগ্রহ ভু-কেন্দ্র বেতবুনিয়া উপগ্রহ ভু-কেন্দ্র প্রতিষ্ঠা লাভ করেছিল। পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সার্বিকভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। বঙ্গবন্ধুর জীবনের নানা দিক সম্পর্কে জানতে জ্ঞানচর্চা করার জন্য বক্তারা শিক্ষার্থীদের আহবান জানান। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি ও শিক্ষক মোঃ কামরুল হাছান রাজিব।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিগণ পুরস্কার তুলে দেন।