রিজার্ভ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রাঙ্গামাটি জেলা পুলিশের খাদ্য সহায়তা প্রদান

58

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ বিভাগ।
রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় শহরের রিজার্ভ বাজার এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোঃ আবু তৌহিদ।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎস্না বেগম প্রমূখ।
এছাড়াও রাঙ্গামাটি জেলা গাউসিয়া কমিটির সাধারন সম্পাদক আবু সৈয়দের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের জন্য দুপুরে খাবার প্রদানের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে এই এলাকার ১৭টি বসতঘর আগুণে ভষ্মীভূত ও ক্ষতিগ্রস্থ হয়।