রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা মাসিক আইন শৃঙ্খলা সভা

39

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি জেলায় বাল্য বিবাহে নিরুৎসাহিত করতে এবং করোনার ৩য় ডোজ গ্রহণের জন্য জনগনকে উদ্বুদ্ধ করতে এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় এই সিদ্ধান্ত গ্রহীত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহামুদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মদ, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভায় বক্তারা সরকারী নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয় করতে যার যার অবস্থানে থেকে সহযোগিতাসহ করার আহবান জানান এবং পর্যটন শহর রাঙ্গামাটির সৌন্দর্য বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সংস্থাকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাড়ানোর অনুরোধ জানান এবং শহরে আইন শৃঙ্খলা পরিবেশ যাতে স্বাভাবিক থাকে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় রাঙ্গামাটি জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।