মাটিরাঙ্গায় সড়ক পরিবহন আইনে ৫ জনকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা

45

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় হেলমেট পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বহন, একই সাথে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লইসেন্স না থাকার দায়ে সড়ক পরিবহন আইনে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বিাহী অফিসার মিজ তৃলা দেব।
এ সময় সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৪৯ (চ) ধারার অপরাধে, একই আইনের ৯২ এর (১) ধারা মোতাবেক ১৫ জনকে সর্বমোট ৬ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, সড়ক আইন মেনে চলুন নিরাপদে থাকুন। তিনি জনস্বার্থে ভ্রাম্যমান আদালত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।