রাঙ্গামাটি নানিয়ারচরে শিক্ষক দিবস উৎযাপন

68

নানিয়ারচর প্রতিনিধিঃ-‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে সারাদেশের ন্যায় নানিয়ারচর উপজেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে।
এ উপলক্ষে নানিয়ারচর উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ইসলামপুর দাখিল মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি শুরু করেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আহবায়ক মো: শহীদুল ইসলাম।
এছাড়াও উপজেলার নানিয়ারচর উচ্চ বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন, সকল স্তরের শিক্ষকের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার কর্মসূচি রয়েছে।
অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২৩ অক্টোবরের এক পত্রে জাতীয় পর্যায়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি বিভাগীয় শহর এবং জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হয়।
শিক্ষা অধিদপ্তরের শিক্ষক দিবস উদযাপন সংক্রান্ত নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্থ সকল দপ্তর ও তাদের আওতাধীন জেলা-উপজেলা পর্যায়ের সকল অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম অব্যাহত রেখে ২৭ অক্টোবর কেন্দ্রীয় পর্যায়ের অনুষ্ঠানের সাথে সমন্বয় করে শিক্ষক দিবস উদযাপন করছেন।