দীঘিনালায় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

87

মোঃ সোহেল রানা, দীঘিনালাঃ-শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা ডিগ্রি কলেজ এর আয়োজনে উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার মেইন সড়ক প্রদক্ষিন করে।
এরপর কলেজের মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কক্ষে আয়োজিত আলোচনা সভায় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
এতে অন্যদের মধ্যে বক্তব্যদেন, কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক জিমি চাকমা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রথম শিক্ষকদের সম্মানে শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এতে আমার শিক্ষকদের সম্মান বাড়িয়ে দিয়েছে।