দীঘিনালায় ৮টি পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে

41

মো: সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে উপজেলায় আটটি মন্দিরের আটটি সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। শনিবার থেকে সনাতন ধর্মালম্বীদের সর্বচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা শুরু হবে। ইতিমধ্যে উপজেলার ৮টি মন্দিরে সিসি ক্যামেরা সরকারি ভাবে দেয়া হয়েছে। মন্দিরের গিয়ে সরেজমিনে দেখা যায় মন্দিরের গুরুত্ব পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো: কাশেম বলেন, দূর্গাপূজা সার্বজনীন করার লক্ষ্যে এবং শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার জন্য সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজামন্ডপ এলাকায় সার্বক্ষনিক সিসি ক্যামেরা অন থাকবে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, জেলা প্রশাসক এর অনুমোদনক্রামে উপজেলার ৮টি মন্দিরের সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। সকল ধরনে নিরাপত্তার জন্য মন্দিরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ইতিমধ্যে স্থাপন কাজ শেষে হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষনিক নিরাপত্তার জন্য প্রশাসন এলার্ট থাকবে। দীঘিনালা উপজেলার সর্বচেয়ে বড় শিব মন্দির কমিটি‘র সাধারন সম্পাদক শ্রী জীবন চৌধুরী উজ্জল বলেণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনা সনাতন ধর্মম্বালীদের সবচেয়ে বড় উৎস দূর্গাপুজা সার্বজনীন করা লক্ষে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা প্রদান করছে। দূর্গাপুজায় উৎসব মূখর করতে ও শান্তিপূর্ন ভাবে পালনের লক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে। যাতে করে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সরকার এধরনে উদ্যেগ নিয়েছে। আমরা সরকারকে সাধুবাদ জানাই।