শারদীয় দুর্গা পুজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কাপ্তাইয়ে খাদ্যশস্য বিতরণ

73

কাপ্তাই প্রতিনিধিঃ-আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৮টি দুর্গা মন্ডপকে ৪ মেট্রিক টন এবং বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপজেলার ৭১টি বৌদ্ধ বিহারকে সাড়ে ৩৫ মেট্রিক টন খাদ্য শস্য প্রদান করা হয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন।
এদিকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ ” কিন্নরী” তে উপজেলার ৭১টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে খাদ্যশস্যের ডিও তুলে দেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মুনতাসির জাহান।
এসময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা উপস্থিত ছিলেন।
পিআইও রুহুল আমিন জানান, ইতিমধ্যে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলার ৮টি পুজা মন্ডপের প্রতিনিধিদের হাতে খাদ্যশস্যের ডিও তুলে দেওয়া হয়েছে।