লংগদুতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

44

লংগদু প্রতিনিধিঃ-রাঙ্গামাটির লংগদুতে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান, কার্বারী, ছাত্র-ছাত্রী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনি রায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ এখলাস মিঞা খান।
অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রোফিকুন্নেছা, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম, হেডম্যান মানিক কুমার চাকমা, মুফতি ওবায়দুল্লাহ, শিক্ষিকা শিপ্রা মিত্র, মাওলানা সোহেল আহমেদ প্রমুখ।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু সরকারী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ সহ ধর্মীয় প্রধান, শিক্ষক, হেডম্যান, মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উন্নয়নের মূল শক্তি সম্প্রীতি। সমাজ, দেশ ও জাতির উন্নয়নের জন্য আমাদেরকে সমাজে মিলেমিশে সম্প্রদায় সম্প্রীতির বন্ধন বজায় রেখে এক সাথ কাজ করতে হবে।