বরকলের দূর্গম সাইচাল পাংখোয়া পাড়া ৩৫ পরিবারের বসবাস হলেও পাইনি কোন সুযোগ সুবিধা

79

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-সমতল থেকে পাহাড়ের চূড়ায় ১৮৬৫ বর্গফুট উচ্চতার মাথায় ৩৫ পরিবারের প্রায় ১৬৭ জনলোক নিয়ে একটি জুমিয়া পাড়ার বসবাস। পাড়াতে রয়েছে ০-৫ বছরের শিশুর সংখ্যা প্রায় ২০ জনের অধিক ৬-১১ বছরের শিশুর সংখ্যা আরো বেশি।
এলাকাটি রাঙ্গামাটি জেলার অন্তর্গত বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাইচাল পাংখোয়া পাড়া। বৃটিশ আমল হতে সেখানে কোন পাড়াকেন্দ্র, সরকারি প্রাইমারি বিদ্যালয়সহ স্বাস্থ্য সেবাদানের কেন্দ্র কিছুই নেই। এলাকার কোন পরিবারের সন্তান যদি বিদ্যালয়ে পড়াতে চাইলে যেতে হয় প্রায় ৬/৭ কিলোমিটার দূরে। অথচ পাড়ায় কিছুদিন আগে পাংখোয়ারা বসবাস করলেও তাঁরা এখন আর নেই। বর্তমানে পাড়ায় চাকমা আর ত্রিপুরা দুই সম্প্রদায়ের পরিবার বসবাস করছেন।
পাড়াবাসীর দাবী, বরকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য দয়া করে সরকারি বেসরকারি সংস্থা হতে কোন একটি পাড়াকেন্দ্র বা কমিউনিটি অথবা বিদ্যালয় স্থাপন করে সুব্যবস্থা করে দিয়ে থাকে তাহলে তাদের বাচ্চাগুলো ঘরে বসে অন্তত প্রাকঃ প্রাথমিক শিক্ষা হলেও অর্জন করতে পারবে। ফলে শিক্ষা থেকে বঞ্চিত বাচ্চাগুলো আলোর মুখ দেখতে পাবে বলে আবেদনে অত্র পাড়াবাসী।
এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে এই দাবিটি জানিয়েছেন বরকলের আইমাছড়া ইউনিয়নের বাসীন্দা জ্ঞান জ্যোতি চাকমা।