মো: সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ি দীঘিনালায় নৌকা ডুবে নিহত পুষ্পলেকা চাকমা‘র (৫০) পরিবারকে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম পুষ্পলেকা চাকমার বাড়িতে গিয়ে অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেন।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদাল বাগান ও কাটারুংছড়া ঘাটের মাঝামাঝি নদী পারাপারের সময় নৌকা ডুবির ঘটনায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে মৃত পুষ্পলেকা চাকমার দুই ছেলের দুজনই মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাদের একমাত্র অভিভাবকতাদের মামার হাতে নগদ অর্থ সহায়তা সহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম তাদের অভিভাবক পুষ্পলেকা চাকমার ভাইয়ের হাতে নগদ ২৫ হাজার টাকাসহ খাদ্য সামগ্রী প্রদান করেন। এছাড়া উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকার আশ্বাস দেন।