রাঙ্গামাটির দুর্গম এলাকার সাধারণ মানুষের মাঝে ফাউন্ডেশন ফর মানবতার ও শান্তি প্রতিষ্ঠানের চিকিৎসা সেবা প্রদান

68

নিজস্ব প্রতিবেদকঃ-রাঙ্গামাটির দুর্গম এলাকার সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছেন ঢাকার বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবতা ও শান্তি ফাউন্ডেশন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি ঘাগড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রায় ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পাহাড়ি বাঙালীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, ঢাকা ইবনে সিনা হাসপাতালের ডাক্তার আসি ফুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার নজরুল আহসান, বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে সিনিয়র নিউটেশনার ডাক্তার সাবরিবা বেগম। অনুষ্ঠানে মুল দায়িত্বে ছিলেন ফাউন্ডেশন ফর মানবতার ও শান্তি প্রতিষ্ঠানের প্রজেক্ট ডাইরেক্টর মোঃ শাহাদাৎ হোসেন।
সকাল থেকে রাঙ্গামাটি ঘাগড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাহাড়ি বাঙালী রোগীরা চিকিৎসা সেবা নিতে দেখা গেছে। এসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।