দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রন্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

85

মো: সোহেল রানা, দীঘিনালঃ-খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ইউনিয়নের লম্বাছড়া দূর্গম পাহাড়ি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সুদত্ত বিকাশ চাকমাকে দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০সেপ্টম্বর) দুপুরে লম্বাছড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষথেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম সুদত্ত বিকাশ চাকমা‘র হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুস সালাম।
সহয়তা পেয়ে সুদত্ত বিকাশ চাকমা বলেন, আমার বসবাসের ঘরটি হঠাৎ আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েলিছ থাকার আর কোন ঘর ছিলনা। ইউএনও আমাকে নগদ ৭হাজার ৫শত টাকা ও খাবার দিয়েছে। এখন ঘরটি আবার তোলতে পারব। উল্লেখ্য যে, গত ১৫ সেপ্টম্বর সুদত্ত বিকাশ চাকমা‘র বসত ঘরটি অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ হয়।