বাঁশ বা বেতের তৈরি নানাবিধ সামগ্রী পার্বত্য রাঙ্গামাটির এক প্রাচীন শিল্প

154

ছবি ও প্রতিবেদন-লিটন শীলঃ-বাঁশ বা বেতের তৈরি নানাবিধ সামগ্রী পার্বত্য রাঙ্গামাটির এক প্রাচীন শিল্প, লোক ঐতিহ্য। অপর্যাপ্ত কাঁচামালের যোগান ও উপযুক্ত দামের অভাবের পাশাপাশি প্লাস্টিক সামগ্রীর জনপ্রিয়তায় বিলুপ্তির পথে আমাদের বাঁশ ও বেতশিল্প। যার কারনে দিন দিন হারিয়ে যেতে বসেছে এ শিল্প।
শহরে বাঁশ বা বেতের তৈরি নানাবিধ সামগ্রী ব্যাবহার করতে তেমন একটা দেখা না গেলেও পার্বত্য দুর্গম এলাকাগুলোতে দেখা যায় এখনো পাহাড়ী সম্প্রদায়রা বাঁশ ও বেত দিয়ে তাদের প্রয়োজনীয় নানান সামগ্রী তৈরি করে থাকেন।
এসবের মধ্যে রয়েছে- হাল্লোং, হক্কেরেং, হুরুম, ঝুড়ি, কুলা, চাঙ্গারি, মুড়া, হাতপাখা, চালোন, বাঁশি, ডোলা, বই রাখার তাকসহ বিভিন্ন সামগ্রী। নিজ পরিবারে ব্যবহারের জন্য বেতের ঝুড়ি তৈরিতে ব্যস্ত দেখা যাচ্ছে এক প্রবীনকে। ছবিটি দূর্গম জুরাছড়ির সামিরা এলাকা থেকে তোলা।