রাঙ্গামাটিতে উইভ এনজিওর ক্লাব ভিত্তিক কার্যক্রম বিষয়ক সভা

80

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটিঃ-লিঙ্কেজ ও রেফারেল পরিষেবার জন্য বিভিন্ন সরকারী পরিষেবা প্রদানকারী এবং সুবিধাভোগীদের সাথে সংলাপ, ক্লাব ভিত্তিক কার্যক্রম বিষয়ক রাঙ্গামাটিতে এক সভার আয়োজন করেছেন উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেট এন্ড এম্পাওয়ারমেন্ট (উইভ)।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টায় শহরের রাজবাড়ীস্থ মালেইয়া কনফারেন্স হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা উইভ এনজিও এর উদ্যোগে দাতা সংস্থা গ্লোবাল অ্যাফর্য়োস কানাডা অর্থায়নে ও মানুষরে জন্য ফাউন্ডশেনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উইভ’র নির্বাহী পরিচালক নাই উ প্রু মারমার (মেরী) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। এ সময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশিদ, উইভ’র ফিল্ড অফিসার কনিকা চাকমা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফুল্লরা চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা বলেন, সরকারি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বেসরকারি এনজিওগুলোর কাজ হলো প্রকল্প বাস্তবায়নে নারীদের নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সাবলম্বী হিসেবে গড়ে তোলা। সমতল অঞ্চলের চেয়ে আরও বেশি পার্বত্য অঞ্চলের নারীরা অনেক পিছিয়ে আছে। এজন্যে নারীদের দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই। অতিথিরা আরো বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা হবে। এ প্রত্যয়ে উন্নত দেশ গড়ার লক্ষ্যে নারীদের প্রতিষ্ঠিত করে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। এসময় বেসরকারী উন্নয়ন সংস্থা উইভ এনজিওর মাধ্যমে দেশ ও জাতি আরও উন্নতির দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন অতিথিরা।
এছাড়াও সভায় সুবিধাভোগী, কিশোরী গ্রুপের সদস্যবৃন্দ, মহিলা মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।