বৃহত্তর কাপ্তাই হ্রদে জেলেদের ঘরে ফেরা…………………

248

ছবি ও প্রতিবেদন-লিটন শীলঃ-দীর্ঘ তিন মাস ১৭ দিন বন্ধ রাখার পর বুধবার (১৭ আগস্ট) মধ্যরাত থেকে দেশের বৃহত্তর কাপ্তাই হ্রদে আবারও শুরু হয়েছে মৎস্য আহরণ। দীর্ঘ বিরতির পর মাছ আহরণ শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে জেলেদের মাঝে। জেলেদের জালে ধরা পরছে ঝাকে ঝাকে কাচকি চাপিলা’সহ ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। তাদের আহরণকৃত মাছ বিএফডিসি ও বাজারে বিক্রি শেষে সারাদিনের ক্লান্তি ছেড়ে সারিবদ্ধভাবে নৌকা নিয়ে বাড়ী ফেরার এমন দৃশ্যটি সকলের নজর কাড়ে। ছবিটি গত শনিবার বরকল সুবলং এলাকা থেকে তোলা।