বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানে টমটম গাড়ির ধাক্কায় মো. মিনহাজ (৯) নামের ১ শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে বান্দরবান সদরের বালাঘাটা বাজারে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু মো. মিনহাজ বান্দরবান সদরের বালাঘাটা ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. তৈয়বের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু মিনহাজ মুদির দোকান থেকে কিছু খাবার নিয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি দ্রুতগামী টমটম গাড়ি তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় বাজারের লোকজন শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চট্টগ্রামে নেয়ার পথে শিশুটি মৃত্যুর কুলে ঢলে পড়ে।
এব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কেউ এখনো পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। যদি অভিযোগ আসে তাহলে আইনগত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।