জন্মাষ্টমী উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা

146

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : সনাতন ধর্মালম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মতিথি উপলক্ষে সনাতন সমাজের উদ্যোগে রাঙ্গামাটিতে আলোচনা সভা,ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম,সহাকারী ম্যাজিস্ট্রেট বিজন কুমার জোয়ারদার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে, সাধারন সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য, রাঙ্গামাটি পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক স্বপন মহাজন, সনাতন যুব ঐক্য পরিষদের প্রতিনিধি দেবাশীষ পালিত রাজা প্রমূখ।

আলোচনা সভা শেষে রাঙ্গামাটি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্য্যালয় পর্যন্ত বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা বের হয় হয়।

মঙ্গল শোভা যাত্রায় রাঙ্গামাটির বিভিন্ন এলাকার সনাতনী সম্প্রদায়ের ধর্মীয়গুরুসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন.