জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মুল উদ্দেশ্য ছিল দেশের গণতন্ত্রকে ধবংস ও আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করা-দীপংকর তালুকদার এমপি

125

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার মুল উদ্দেশ্য ছিল দেশের গণতন্ত্রকে ধবংস করে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আঘাত করা বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর ষড়যন্ত্রকারীরা ২১ বছর দেশের উন্নয়ন না করে লুটপাট করেছে। আর বর্তমানেও বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে, তাই এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটির লংগদু উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও দোযা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লংগদু উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পদক বাবুল দাশ বাবু সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, আওয়ামীলীগ নেতা ওয়াসিংটন চাকমা, লংগতু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অহিদুর রহমান সাগর, আব্দুল আলী, জেলা পরিষদ সদস্য আসমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, আওয়ামীলীগ নেতা সুভাষ চন্দ্র দাশ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন প্রমূখ।
রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পদ্মা সেতু নিয়ে দেশী বিদেশী ষড়যন্ত্রের পাশাপাশি বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন আওয়ামীলীগ পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মিথ্যাচার ও ষড়যন্ত্র নস্যাৎ করে সফলভাবে পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন করেছে। শুধু পদ্মা সেতু নয় প্রতিটি ক্ষেত্রে আওয়ামীলীগের সফলতা বিএনপিসহ তাদের দোসররা তা মেনে নিতে পারছেনা।
তিনি আরো বলেন, বর্তমানে জ্বালানী তেলসহ বিভিন্ন সমস্যা শুধু আমাদের দেশে নয় এ সমস্যা বৈশ্বিক। পরিস্থিতি স্বাভাবিক হলে সব সমস্যা সমাধান হবে। আর এইসব বিষয়ে বিএনপি জামাত রাজপথ দখলের কথা বলে যে হুমকি দিচ্ছে তাতে আওয়ামীলীগ ভিত নয়। বিএনপি মিধ্যাবাদীদের দল বলেই তাদের নেত্রী খালেদা জিয়ার জন্ম তারিখ একাধিক।
মিথ্যাবাদীদের সাথে সাধারন মানুষ নেই উল্লেখ করে দীপংকর তালুকদার এমপি বিএনপি ও তাদের দোসরদের রাজপথে মোকাবেলা করার জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করাসহ রাজপথ দখলের নামে সহিংসতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আহবান জানান তিনি।
আলোচনা সভার আগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।