লংগদু প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৪৩ জন বেকার নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় লংগদু উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা রেস্ট হাউজে
এসব সেলাই মেশিন বিতরণ করেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, লংগদু উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ সেলিম, সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু, আওয়ামীলীগ নেতা ওয়াসিংটন চাকমা, জেলা পরিষদ সদস্য আসমা বেগম, লংগদু উপজেলা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সমবায় সমিতির সভাপতি সাবরিনা তানিয়া প্রমূখ।
স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।