রাঙ্গামাটিতে কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের মতবিনিময়ঃ জ্বালানী তেলের দাম বৃদ্ধি জনগনের জন্য মরার উপর খাড়ার ঘা হয়েছে

90

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা তৈয়ব আলী বলেন, জ্বালানী তেলের দাম বৃদ্ধি জনগনের জন্য মরার উপর খাড়ার ঘা হয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অজুহাতে কিছুদিন আগে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে। দ্রব্যমূল্য দেশের সাধারণ লোকজনের নাগালের বাইরে চলে যায়। লোকজন যুদ্ধ করে বেঁচে থাকার মত বেঁচে আছে। তার উপর জ্বালানী তেলের দাম বাড়িয়ে জনগনের ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে। অনতিবিলম্বে জ্বালানী তেলের দাম কমানোর দাবি জানান তিনি। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে রাঙামাটি জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার বিকেলে জেলা ইসলামী ফ্রন্ট কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের আইন সচিক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প ও বানিজ্য সম্পাদক পীরজাদা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ।
জেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা ইসলামী ফ্রন্টের সাধারন সম্পাদক সাব্বির আহমদ ওসমানী, সহ সাধারণ সম্পাদক এম এ মুস্তফা হেজাজী, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন নুরী, কেন্দ্রীয় যুবসেনার সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খাঁন,জেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ তানজিলুর রহমান, পৌর যুবসেনার সাধারণ সম্পাদক তারেক আজিজ, কাউখালী প্রতিনিধি মাওলানা মনজুরুল ইসলাম, কাপ্তাই যুবসেনা সভাপতি মাওলানা জাকির হোসেন প্রমুখ।
আগামী ৩সেপ্টেম্বর কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের কাউন্সিল ঢাকায় অনুষ্ঠিত হবে।