নাইক্ষ্যংছড়িতে সেনা রিজিয়ন আয়োজিত শিক্ষার্থীদের চিত্রাঙ্কান প্রতিযোগীতায় সম্পন্ন

91

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়িঃ-বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করা হয় নাইক্ষ্যংছড়ি বিজিবি জোন।
শনিবার (৬ আগষ্ট) সকালে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১, বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম। এসময় সাথে উপস্থিত ছিলেন অত্র জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ তানভীর আহমদ।
জানা যায়, বান্দরবান সেনা রিজিয়নের অধীনস্থ চিত্র অংকন প্রতিযোগিতায় এবং নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিমের তত্বাবধানে ও নির্দেশনায় আয়োজিত প্রতিযোগিতায় ১০৫ জন শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, বিজিবি’র অন্যান্য কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি স্থানিয় কর্মরত সাংবাদিকবৃন্দ।