কাপ্তাই থানার আয়োজনে বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ

56

কাপ্তাই প্রতিনিধিঃ-রাঙ্গামাটির কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এর সার্বিক দিকনির্দেশনায় সোমবার (১ আগস্ট) সকালে উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শীলছড়ি বাজারে কাপ্তাই থানার ৩নং বিটের উদ্যোগে বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিট অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল মোল্লা এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন থানার ওসি জসিম উদ্দিন।
এসময় থানার এএসআই শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ সরওয়ার হোসেনসহ বিট পুলিশের সদস্য, স্থানীয় কার্বারী, শিলছড়ি বাজার ব্যবসায়ী এবং স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সম্প্রীতি সমাবেশ ও বিট পুলিশিং সমাবেশের মাধ্যমে তথ্য দিলে জনগন, নিশ্চিত হবে সুশাসন”। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকুক সব ধর্মের মধ্যে। জনগণ এবং পুলিশ একসাথে অতীতেও যেমন কাজ করেছে, ঠিক তেমনি আগামীতেও পরস্পরের সাথে মেলবন্ধন রেখে সমাজ হতে সন্ত্রাস, মাদক, দূর্নীতি দূর করবে।