কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুকুর ও ক্রিকের মাধ্যমে মাছের উৎপাদন বাড়াতে হবে-দীপংকর তালুকদার এমপি

126

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার পুকুর ও ক্রিকের মাধ্যমে ও মাছের উৎপাদন বাড়ানো জন্য কাজ করার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সোমবার (২৫ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসনে, রাঙ্গামাটি জেলা পরিষ পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও ও মৎস্য বিষয়ক আহবায়ক আব্দুর রহিম, বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস।
রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীন দেশের জনগণের পুষ্টি চাহিদা পুরণ, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত হিসেবে মৎস্যখাতকে চিহ্নিত করেছিলেন। আওয়ামীলীগ সরকার সকলের অংশগ্রহণে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আর সুস্থ-সবল ও মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ আমিষের অবদান অনস্বীকার্য। এ লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভা শেষে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে বাঘাইছড়ি, নানিয়ারচর ও কাপ্তাই উপজেলার ৩ জন সফল চাষীকে পুরস্কৃত করা হয়েছে।