সকল ধর্মের মানুষের কল্যানে কাজ করাই হচ্ছে এই সরকারের মুল লক্ষ্য-দীপংকর তালুকদার এমপি

83

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-ধর্ম যার যার রাষ্ট্র সবার, তাই সকল ধর্মের মানুষের কল্যানে কাজ করাই হচ্ছে এই সরকারের মুল লক্ষ্য বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, শুধু এই মসজিদ নয়, নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া কাট্টলী বাজারের উন্নয়নেরও করা হবে বলে জানান।
বুধবার (২০ জুলাই) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে কাট্টলী বাজার জামে মসজিদের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
কাট্টলী জামে মসজিদ কমিটির সভাপতি আমিনুল হক সিরসজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য আসমা বেগম, লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ দাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম মেম্বার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ কবির হোসেন, যুবলীগের দপ্তর সম্পাদক বিপ্লব শীল বাবু।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যায়ে কাট্টলী বাজার জামে মসজিদের উন্নয়ন কাজ পরিচালনা করা হয়।