শপথ নিলেন রাজস্থলীর ২নং গাইন্দ্যা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য ও সদস্যারা

73

মোঃ আজগর আলী খান, রাজস্থলীঃ-রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ২নং ওয়ার্ড সদস্য এক্রইচিং মারমা ও ৭.৮. ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা হলাসুইউ মারমা শপথ নিয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। এক্রয়চিং মারমা ও হলাসুইউ মারমা গত ১৫ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাদের কোন প্রতিদ্ধন্দ্বি না থাকায় উভয়ে সরকারি ভাবে নির্বাচিত হন।
শপথ বাক্য পাঠ অনুষ্টানে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, নুরুল আলম মেম্বার, ক্যাসাচিন মেম্বারসহ রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিক আজগর আলী খান উপস্থিত ছিলেন।