খাগড়াছড়িতে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স’র উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ

89

লিটন ভট্টচার্য্য রানা, খাগড়াছড়িঃ-খাগড়াছড়িতে অসহায়, দুস্থ, এতিমখানা ও মন্দির’র মাঝে ৬ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স অফিসের নিজ কার্যালয়ে এ অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃঞ্চ মোহন চাকমা। নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, মাটিরাঙ্গা উপজেলা রফিকুল ইসলাম, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।
এর আগে এমপি বিশেষ বরাদ্দ থেকে নিজ বাস ভবনে অসহায়, দুস্থদের মাঝে আর্তকর্ম সংস্থান সৃষ্টি লক্ষে অসহার মহিলাদের মাঝে ২০টি সেলাই মেশিন, প্রতান্ত এলাকায় ১৫টি পরিবারেন মাঝে সোলার ও তিনটি পরিবারে মাঝে ঢেউ টিন বিতরণ করেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।