রাঙ্গামাটিতে বিজিবি’র উদ্যোগে বৃক্ষরোপন সপ্তাহ উদযাপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

72

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙ্গামাটি সদর সেক্টরের উদ্যোগে বৃক্ষরোপন সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার (৬ জুলাই) সকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম, পিবিজিএমএস, পিএসসি। এসময় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের কাছে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপনের গুরুত্বের উপর সেক্টর কমান্ডার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে সেক্টর কমান্ডার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের মাঝে চারা বিতরণ করেন। রাঙ্গামাটি সেক্টরের উদ্যোগে এসময় দেড় হাজার ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী এবং বিজিবি মহাপরিচালকের নির্দেশের আলোকে প্রতি বছরের মত এই বছরও রাঙ্গামাটি সেক্টর ১জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বৃক্ষরোপন সপ্তাহ পালন করছে। রাঙ্গামাটি সেক্টরের অধীনস্থ ছোট হরিণা (১২ বিজিবি), রাজনগর (৩৭ বিজিবি), কাপ্তাই (৪১ বিজিবি) ও বরকল (৪৫ বিজিবি) একযোগে ৭ হাজার চারা গাছ রোপনের কর্মসূচী পালন করছে।