খাগড়াছড়িতে বিজিবি’র বৃক্ষরোপণ সপ্তাহ শুরু

259

লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়িঃ-খাগড়াছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বৃক্ষরোপণ সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিজিবি’র খাগড়াছড়ি সেক্টর অফিস প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ সপ্তাহ-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এর পরপরই সেক্টর সদরের সকল অফিসার, অন্যান্য পদবীর সৈনিক ও বেসামরিক কর্মচারীগণ একটি করে গাছের চারা রোপণ করেন। একই সাথে বিজিবি খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন, ৭ বিজিবি বাবুছড়া ব্যাটালিয়ন, ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়ন, ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়ন এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নে এই বৃক্ষরোপণ সপ্তাহ পালিত হচ্ছে।
এ বছর খাগড়াছড়ি সেক্টর সদর ও অধীনস্থ ব্যাটালিয়ন এলাকায় ২ হাজার ৪৫১টি ফলদ, ৫ হাজার ৮৮০টি বনজ ও ১ হাজার ৪০০টি ঔষধি বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। বিগত বছর বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় খাগড়াছড়ি সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। এ বছরও একই ধারাবাহিকতা রেখে এ কার্যক্রম চলছে।