মো: সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ির দীঘিনালায় বনায়নের সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাষীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বনায়নের সহযোগিতায় উপজেলার ২শত৩০ জন চাষীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির ৬হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিস¤প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন, বিটিশ আমেরিকান টোব্যাকো বনায়নের কর্মসূচীর পক্ষে লীফ অফিসার অভিজিৎ সরকার, সহকারী লীফ অফিসার হাসান আলী প্রমূখ।