খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ

92

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৯৯ বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় অবস্থিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ি জেলা কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়। এবার খাগড়াছড়ি জেলায় বিভিন্ন উপজেলার ৯৯টি বৌদ্ধ বিহারে ১৫ লক্ষ টাকা বিতরণ করা হয়্।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া।
খাগড়াছড়ি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেন্ত্রী সুইচিং থুই মারমা, বৈশালী নগর বনকুটির বিহারের সভাপতি অর্জিত বরণ চাকমা প্রমুখ।
ট্রাস্টের সুপার ভাইজার দারুন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন বিহারে বিহার অধ্যক্ষসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃন্দ উপস্থিত ছিলেন।