পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রুপপুর বিদ্যুৎ প্রকল্প ও মেট্ররেল দেশের উন্নয়নের মডেল-র‌্যাবের ডিজি-চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

81

আজহার হীরা, খাগড়াছড়িঃ-খাগড়াছড়িতে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছে। শান্তি-শৃঙ্খলা বজায় থাকলেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রুপপুর বিদ্যুৎ প্রকল্প ও মেট্রোরেল দেশের উন্নয়নের মডেল।
তিনি খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বাংলাদেশ পুশিলের ৭ম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচ্কাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামী গ্রহণ করেন। এ সময় খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি মোঃ আওরংজেব মাহবুব ও ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক আরো বলেন, জনগনের নিরাপত্তা বিধান করাই পুশিশের প্রধান কাজ। ভয়ভীতি ও ব্যক্তিগত আবেগের উর্দ্ধে উঠে সাধারণ নাগরিকের প্রতি মানবিক হয়ে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অভ্যন্তরে শান্তি, শৃঙ্খলা ও জনগনের জান মাল রক্ষায় পুলিশ বাহিনীর সদস্য বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় পুলিশের এই রিক্রুটিং কাজ চলমান রয়েছে। খাগড়াছড়ি ট্রেনিং সেন্টারে কমান্ডো, এটিসি, টিআরসিসহ অন্যান্য প্রশিক্ষনে সাত হাজারেরও বেশি পুলিশ ট্রেনিং নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সারদা ট্রেনিং সেন্টারের পরেই খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অবস্থান। অনুষ্ঠানে টিআরসিদের শপথ বাক্য পাঠ করানো হয়।
পরে শ্রেষ্ঠ প্রশিক্ষনার্থীদের হাতে পুরস্কার তুলে দেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।