রাজস্থলী প্রতিনিধিঃ-সারা দেশে করোনা ভাইরাস মহামারীর বর্তমান অবস্থাকে চতুর্থ ঢেউ হিসেবে চিহ্নিত করে সংক্রমন এড়াতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।
করোনা ভাইরাস সংক্রমণ সম্প্রতি বেড়ে যাওয়ার মধ্যে মঙ্গলবার (২৮ জুন) সকালে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।
বিতরণ কালে তিনি জনগনের উদ্দেশ্যে বলেন, বেপরোয়া ভাবে চলাচল বা স্বাস্থ্যবিধি অমান্য করা যাবে না। সব সময় মাস্ক পরতে হবে, এর কোন বিকল্প নেই। ফলে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে দ্রুত টিকা নেওয়্ এবং করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। এটাই এ মহামারী থেকে রক্ষার অন্যতম পথ।