নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি পার্বত্য জেলার লিগ্যাল এইড কর্তৃক আদালতের সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৮ জুন) সকালে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আদালতের প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ.ই.এম ইসমাইল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক, যুগ্ম জেলা জজ তাওহিদুল হক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাহাবুদ্দীন।
এতে আদালত কর্মচারীরা যাতে বিচার প্রার্থী জনগণ, লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী এবং জেলা লিগ্যাল এইড অফিসকে সহযোগিতা করে সে ব্যাপারে নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ এর সঞ্চালনায় এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।