খাগড়াছড়িসহ তিন জেলার প্রায় সাড়ে ৯ হাজার কৃষক ইক্ষু প্রকল্পের সুবিধার আওতায় আসবেন-নিখিল কুমার চাকমা

76

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-তিন পার্বত্য জেলার কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে ইক্ষু প্রকল্প হাতে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি জানান, এর মাধ্যমে খাগড়াছড়িসহ তিন জেলার প্রায় সাড়ে ৯ হাজার ইক্ষু কৃষক সুবিধার আওতায় আসবেন। বিশেষত: তামাকের আগ্রাসন রোধ করে সেখানে ইক্ষু চাষে উদ্ধুদ্ধ করতেই এই প্রকল্প গ্রহন করা হয়েছে।
সোমবার (২৭ জুন) সকালে ইক্ষু, সাথী ফসল, গুড় উৎপাদনের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো: হারুণ অর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসব কথা বলেন।
সময় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, বোর্ডের সদস্য (পরিকল্পনা) মো: জসিম উদ্দিন, সদস্য (প্রশাসন) এফতেখার আহমেদ, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. সফি উদ্দিন, পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমেদ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুগার ক্রপ চাষাবাদ জোরদার প্রকল্পের কনসালটেনন্ট দিবাকর চাকমা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।