পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ও আতশবাজির প্রজ্জলন

66

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় জিমনেশিয়াম মাঠে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীগন ঐতিহ্যবাহী পোষাক পরে নাচ ও গান পরিবেশন করেন। এসময় দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে শিল্পীরা।
এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পদ্মা সেতুর আদলে নির্মিত নমুনা সেতুতে গাড়ি চলাচলের দৃশ্য প্রদর্শন করা হয়। এসময় উৎসুক জনতা পদ্মা সেতুর আদলে নির্মিত নমুনা সেতুর আশেপাশে ঘুরে দেখেন এবং আনন্দ ও উৎসব মুখর পরিবেশ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদাদছছের হোসেন, অতিরিক্তত জেলা প্রশাসক মোঃ মামুনসহ প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বর্ণাঢ্য আতশবাজির ফুলকিতে আকাশ রঙিন হয়ে ওঠে। আর এতে করে সাংস্কৃতিক সন্ধ্যায় আসা মানুষদের উৎসাহ উদ্দিনপনা আরো একধাপ বাড়িয়ে দেয়।