দীঘিনালায় জনশুমারি ও গৃহগনণার ট্যাব জমাদান শেষ

71

মো: সোহেল রানা, দীঘিনালাঃ-খাড়গগাছড়ি দীঘিনালায় জনশুমারি ও গৃহগণনা কাজের ট্যাব জমাদান শেষ হয়েছে। রবিবার (২৬জুন) দীঘিনালা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে গননাকারীগন সুপারভাইজার মাধ্যমে জনশুমারি ও গৃহগণনা ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের কাজ শেষ করে ট্যাব জমা দিয়েছে।
পরিসংখ্যান অফিসের বেধেদেয়া সময়ে ২৪-২৬জুন এর মধ্যমে জমাদান শেষ করা হয়েছে। সুপারভাইজার‘র মাধ্যমে উপজেলার ৫টি জোনের জোনাল অফিসারগন ও গননাকারীদের কাছ থেকে মার্কসিন টেপএর মাধ্যমে নাম ঠিকানা লিপিবন্ধ করে ট্যাবগুলো জমা নেন।
উপজেলা পরিসংখ্যন কর্মকর্তা ধর্মজ্যোাতি চাকমা, উপজেলা জুনিয়র পরিসংখ্যন সকহারী মো: দিদার ও উপজেলা পরিসংখ্যন ডাটা এন্টি অপরেটর বাবুল চাকমা সকল গননাকারীর ট্যাব বুঝে নেন।
উপজেলা পরিসংখ্যন কর্মকর্তা ধর্মজ্যোতি চাকমা বলেন, সুপারভাইজার ও গননাকারীদের সম্মানি ভাতা চলিত সপ্তাহের মধ্যেই প্রদান করা হবে।