নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দেসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় রাঙ্গামাটি জেলায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজির ঝলকানি সহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।